কোষ বিভাজন
কোষ
সংজ্ঞা: জীবদেহের গাঠনিক ও কার্যকরী একক যা অন্য কোনো সজীব মাধ্যম ব্যাতিরেখেই নিজের প্রতিরূপ তৈরী করতে পারে তাকে কোষ বলে।
কোষ বিভাজন
সংজ্ঞা: একটি মাতৃকোষ হতে একাধিক অপত্য কোষ তৈরী হবার প্রক্রিয়াকে কোষ বিভাজন বলে।
কোষ বিভাজন তিন প্রকার:
- অ্যামাইটোসিস
- মাইটোসিস
- মিয়োসিস
অ্যামাইটোসিস
সংজ্ঞা: যে কোষ বিভাজন প্রক্রিয়ায় একটি মাতৃকোষের নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম কোনো জটিল অন্তবর্তী পর্যায় ছাড়াই সরাসরি দুটি অপত্য কোষে পরিণত হয় তাকে অ্যামাইটোসিস কোষ বিভাজন বলে।
বৈশিষ্ট্য:
- কোষটি গোল আকার ধারণ করে।
- নিউক্লিয়াসটি লম্বা হয়ে ডাম্বেল আকার ধারণ করে এবং মাঝ বরাবর সংকুচিত হয়ে যায়।
- একই সাথে কোষ পর্দাটি চারিদিক থেকে ভাঁজ হয়ে ভেতরে প্রবেশ করে।
- নিউক্লিয়াসটি মাঝখান হতে বিচ্ছিন্ন হয়ে দুটি অপত্য নিউক্লিয়াসে পরিণত হয়।
- একই সাথে কোষ পর্দাটি চক্রাকারে বিপরীত প্রান্ত থেকে ভেতরের দিকে মিলিত হয়ে দুটি অপত্য কোষ উৎপন্ন করে।
এ ধরণের কোষ বিভাজন নিম্ন শ্রেণীর এক কোষী জীবের সংখ্যা বৃদ্ধির জন্য হয়ে থাকে।
মাইটোসিস
সংজ্ঞা: যে জটিল কোষ বিভাজন প্রক্রিয়ায় একটি মাত কোষের নিউক্লিয়াস প্রথমে এবং সাইটোপ্লাজম পরে একবার করে বিভাজিত হয়ে দুটি অপত্য কোষের সৃষ্টি করে যেখানে প্রতিটি নতুন সৃষ্ট কোষের ক্রোমোজোম সংখ্যা, গঠন ও গুণাগুণ হুবহু মাতকোষের অনুরূপ হয় তাকে মাইটোসিস কোষবিভাজন বলে।
মাইটোসিসের বৈশিষ্ট্য:
- মাইটোসিসের ফলে একটি নিউক্লিয়াস থেকে দুটি নিউক্লিয়াসের সৃষ্টি হয়।
- এর ফলে নতুন সৃষ্ট কোষ দুটির ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের সমান হয়।
- অপত্য কোষদুটি সর্বতোভাবে সমগুণ সম্পন্ন হয়।
- মাইটোসিস কোষ বিভাজনের ফলে সৃষ্ট কোষ বৃদ্ধি পেয়ে মাতৃকোষের সমান হয়।
- এ কোষ বিভাজনে প্রতিটি ক্রোমোজোম সেন্ট্রোমিয়ার সহ লম্বালম্বি ভাবে বিভক্ত হয়ে দুটি অপত্য ক্রোমোজোম সৃষ্টি করে।
মাইটোসিসের গুরুত্ব:
- এর ফলে নিউক্লিয়াস ও সাইটোপ্লাজমের মধ্যে ভারসাম্য বজায় থাকে।
- এর ফলে বহুকোষী জীবের দৈহিক বৃদ্ধি ঘটে।
- অপত্য ও মাতৃ কোষের ক্রোমোজোম সংখ্যা ও গুণাগুণ একই থাকায় দেহের বৃদ্ধি সুশৃঙ্খলভাবে হতে পারে।
- কোষের স্বাভাবিক আকার, আকৃতি ও আয়তন বজায় রাখতে এ কোষ বিভাজন প্রয়োজন।
- ক্ষতস্থান পরণ ও নতুন কোষ সৃষ্টির জন্য এ কোষ বিভাজন প্রয়োজন।
- অঙ্গজ জননে ও জনন কোষের সংখ্যা বৃদ্ধির জন্য এ কোষ বিভাজন প্রয়োজন।
- জীবের গুণগত স্থিশীলতা বজায় রাখতে এ কোষ বিভাজন প্রয়োজন।
উন্নত উদ্ভিদ ও প্রাণির দেহকোষ এ প্রক্রিয়ায় বিভাজিত হয়।
ইন্টারফেজ:
সংজ্ঞা: বিভাজন শুরুর পূর্বে কোষের যে প্রস্তুতিমূলক কাজ করতে হয় তাকে ইন্টারফেজ বলে।
মাইটোসিসের প্রধান ধাপ দুটি:
- ক্যারিওকাইনেসিস
- সাইটোকাইনেসিস
ক্যারিওকাইনেসিস:
সংজ্ঞা: মাইটোসিস কোষবিভাজনের নিউক্লিয়াসের বিভাজনকে ক্যারিওকাইনেসিস বলে।
ক্যারিওকাইনেসিস পাঁচটি ধাপে সম্পন্ন হয়। যথা:-
- প্রোফেজ
- প্রো-মেটাফেজ
- মেটাফেজ
- অ্যানাফেজ
- টেলোফেজ